- আপনি মাথায় কি আইডিয়া ঘুরঘুর করছে?
-> তাহলে আপনার আইডিয়া আমাদের সাথে শেয়ার করে টিমে কাজ করার সুযোগ তৈরী করে নিন।
- আইডিয়া কিভাবে জেনারেট করবো?
-> সিম্পল। নরমালি আপনি যদি YouTube থেকে কোনো ভিডিও ডাউনলোড করতে চান, তাহলে কি করেন? নিজেই ভাবুন। গুগলে youtube downloader
লিখে সার্চ করেন, তাইনা?

আপনার মতো প্রায় ১৫ লাখ মানুষ রয়েছে, যারা প্রতিমাসে গুগলে সেইম কিওয়ার্ড লিখে সার্চ করে, প্রথম ২-৩ টা ওয়েবসাইটে যায়। এই ওয়েবসাইট গুলোতে গিয়ে মানুষ ভিডিও কনভার্ট বা ডাউনলোডের মতো কাজ করে। এখানে খেয়াল করলে দেখবেন এই সাইটে পেজ বলতে মূলত একটি যেখানে কনভার্ট বা ডাউনলোড করার স্ক্রিপ্ট দেওয়া আছে। আপনিও এরকম একটি ইউনিক আইডিয়া খুজে বের করুন। যেটি দিয়ে এরকম কাজ করা যাবে এবং মানুষ ব্যবহার করতে পারবে।
- আমাকে কি করতে হবে?
-> আপনি জাস্ট ভাবুন তো, এরকম আর কি কি ধরণের প্রবলেম রয়েছে যার সলিউশন হতে পারে একটি মাত্র সাইট। আপনার মাথায় যেই আইডিয়াই আসুক না কেনো, গুগলে রিসার্চ করে দেখবেন ইতিমধ্যে আপনি যেরকম চাচ্ছেন, তেমন সলিউশন আছে কিনা! যদি না থাকে এবং আপনার আইডিয়ার মধ্যে পটেনশিয়াল গ্রোথ দেখতে পেলে আমাদের টিম আপনার সেই আইডিয়া বাস্তবায়নে কাজ করবে।
- আইডিয়া কিভাবে সাবমিট করবো?
-> এই ডিসকাশনে বিস্তারিত লিখে জানাতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজে জানাতে পারেন। আমরা আপনার সাথে যোগাযোগ করবো।
- আমার আইডিয়া সিলেক্ট হলে আমি কোনো সুযোগ/সুবিধা পাবো?
-> অবশ্যই, অনেক গুলো সুযোগ রয়েছে। আপনি সহ আমাদের টেক টিম আপনার আইডিয়া বাস্তবায়নে কাজ করবে। প্রজেক্ট ডেভেলপমেন্টের শুরুতেই আপনার সাথে বিস্তারিত সেই বিষয়ে আলোচনা করা হবে।
- আইডিয়া সাবমিট করার সর্বশেষ সময়সীমা রয়েছে?
-> কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। তবে আমরা আগামী ১ মাসের মধ্যে আইডিয়া জেনারেশন ও প্রসেসিং করে পরবর্তী স্টেপে চলে যাবো। তাই যত দ্রুত সম্ভব আমাদের সাথে কাজ করতে চাইলে এখনই রিসার্চ করা শুরু করে দিন।
- কেনো করবেন রিসার্চ? কেনো করবেন এসবকিছু???
-> উপরে একটি কিওয়ার্ড দিয়ে বলেছিলাম, প্রতিমাসে গুগলে ১৫ লাখেরও বেশী সার্চ হয়। তাহলে চিন্তা করুন প্রথমে যেই সাইট টি রয়েছে তার প্রতিমাসে ভিজিটর কতো?

- এই সাইটটি সম্পর্কে আরো জানতে চাইলে এই লিঙ্কে গিয়ে দেখে আসতে পারেন। ভিজিটর আর অ্যাড দেখে নিঃসন্দেহে বলা যায় এই সাইটটি প্রতিমাসে ৭০০০ ডলারের আশেপাশে শুধু অ্যাড দিয়েই ইনকাম করছে। এখন সিদ্ধান্ত আপনার ☺️
---
©️ CourseAble Experiments Initiative | Collaboration with Xpert Stack Lab